NE UpdatesHappeningsBreaking News
আসামে হোটেল-রেস্টুরেন্টেও গোমাংস নিষিদ্ধ
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বরঃ হোটেল-রেস্টুরেন্টেও গোমাংস নিষিদ্ধ করল আসাম সরকার। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়, কম্যুনিটি ফেস্টেও গোমাংস খাওয়া বারণ। এর আগে প্রণীত গোমাংস নিষিদ্ধ আইনে এখন এইগুলি সংযোজিত হবে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ধরনের সিদ্ধান্তের পেছনে সাংসদ রকিবুল হোসেন ও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার বিশেষ ভূমিকা রয়েছে।তিনি বলেন, সাম্প্রতিক উপনির্বাচনের পরই তাঁরা দুইজন গোমাংসের বিরুদ্ধে সরব হয়েছেন। তাই এ দিনের ক্যাবিনেট বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়। শেষে তাঁরা প্রকাশ্যে গোমাংস খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন।