Barak UpdatesHappeningsBreaking News

Kanu Paul released from detention camp after more than 3 years
ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন ষাটোর্ধ্ব কানু পাল

২১ মার্চ: শেষপর্যন্ত জীবনের বাকি দিনগুলি বাড়িতে কাটানোর সুযোগ পেলেন কাটলিছড়ার কানু পাল৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁকে শনিবার শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয়৷ এ দিন জেল থেকে বেরিয়েই কানুবাবু ও তার স্ত্রী-কন্যা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন৷

১৯৬৫ সালে তাদের বাড়ি কেনা৷ রয়েছে সেই দলিল৷ রয়েছে বাবা রসময় পালের সিটিজেনশিপ সার্টিফিকেটও৷ একতরফা রায়ে  কানু পালকে বিদেশি বলে ঘোষণা করে ফরেনার্স ট্রাইব্যুনাল৷ হাইলাকান্দি জেলার কারিছড়ার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে আসে পুলিশ৷ তখনই তিনি প্রথম জানতে পারেন, তার নামে বিদেশি নোটিশ গিয়েছিল! ট্রাইব্যুনালে একদিনও হাজির হননি! তাই বাকি জীবন ডিটেনশন ক্যাম্পেই কাটাতে হবে তাকে৷

চার কন্যা কানুবাবুর৷ সবজি বিক্রি করে কোনওভাবে সংসার টানছিলেন৷ তাঁর কারাবাসের দরুন মা-মেয়ের খাবার জোটানোই মুশকিল ছিল৷

গত ১২ ফেব্রুয়ারি ডিটেনশন ক্যাম্পেই তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন। জেল কর্তৃপক্ষ পাঠান শিলচর মেডিক্যালে৷ তখনই বিষয়টি সকলের নজরে আসে৷ জানা যায়, বেআইনিভাবে আটকে

রাখা হয়েছে৷ কারণ কানুবাবুর চ্যালেঞ্জ মামলা হাইকোর্ট খারিজ করে দিলেও সুপ্রিমকোর্ট এর ওপর স্থগিতাদেশ দেয়৷ আইনি প্রক্রিয়ায় সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর তাঁকে জেলে রাখা যায় না৷ এ নিয়ে নেলেক সহ হিন্দুত্ববাদীরা আদাজল খেয়ে মাঠে নামায়  সুপ্রিম কোর্টের রায় মেনে মুক্ত হন কানুবাবু৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker