NE UpdatesAnalyticsBreaking News
আগামী দু’বছরের মধ্যে বাল্যবিবাহ বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ১৮ ফেব্রুয়ারি : বাল্যবিবাহ সম্পর্কিত মামলায় গত মঙ্গলবার গুয়াহাটি হাইকোর্টে গ্রহণ করা এক শুনানিতে আদালত পুলিশের ভূমিকাকে কঠোর সমালোচনা করার পর শুক্রবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। গুয়াহাটিতে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রধান সহ বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বাল্যবিবাহ অভিযান সম্পর্কে আলোচনা করেন। এমনকি গ্রাম পঞ্চায়েত সচিবরাও এই বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এতে মুখ্যমন্ত্রী আগামী দু’বছরের মধ্যে রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করার কথা ঘোষণা করেন।
উল্লেখ্য, বাল্যবিবাহ মামলায় অভিযুক্তকে জেরার জন্য অযথা জিম্মায় রাখা এবং অভিযুক্তের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইনের ধারা আরোপ করার বিষয় নিয়ে গুয়াহাটি হাইকোর্ট পুলিশ তথা সরকারি পক্ষকে জবাবদিহি করেছিল। সাম্প্রতিককালে সরকার বাল্যবিবাহ বিরোধী অভিযানের সময় গ্রেফতার করা অভিযুক্তের জামিন ও একাধিক অভিযুক্তের আগে জামিন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি সুমন শ্যামের নেতৃত্বে থাকা বেঞ্চ পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে গভীর অসন্তোষ ব্যক্ত করে। কিন্তু বাল্যবিবাহ সম্পর্কিত মামলায় হাইকোর্ট পুলিশের ভূমিকাকে কঠোর ভাষায় সমালোচনা করার পর এ দিন বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী এ নিয়ে শূন্য সহনশীলতা বজায় রাখার কথা স্পষ্ট করেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে এ ব্যাপারে থাকা সবধরনের আইন কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি আরও বলেন, পুলিশের এই অভিযানের ফলে ১৮ বছরের নিচের বহু বিবাহ স্থগিত হয়েছে। এখন বহু মানুষ পুলিশের পরামর্শ নেওয়ার জন্য এগিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্ত আগামী ক্যাবিনেটে আলোচনা করা হবে। তাছাড়া এই অভিযান সফল করে তোলার জন্য আগামী বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।