NE UpdatesHappeningsBreaking News
আসামে করোনা মুক্ত আরও ১৩৪৯
২৪ জুলাই : একসঙ্গে প্রচুর সংখ্যক আক্রান্ত গতকাল বিভিন্ন চিকিতসালয় থেকে ছাড়া পেয়েছেন। আর এই নতুনদের নিয়ে আসামে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২০ হাজারের ঘর অতিক্রম করেছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার টুইট অনুযায়ী, বৃহস্পতিবার মোট ১৩৪৯ জন কোভিড আক্রান্ত সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এভাবে রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬৯৯।
বড় সংখ্যায় রোগী ডিসচার্জ হওয়ার খবরে খুশি ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ২৩ জুলাই দিনটিতে আক্রান্তের চেয়ে করোনামুক্ত হওয়া রোগীর সংখ্যা বেশি। তালিকায় দিনটি দ্বিতীয়, যেদিন আক্রান্ত থেকে রোগমুক্ত হওয়ার সংখ্যা বেশি। প্রসঙ্গত, বৃহস্পতিবার একদিনে মোট ১০৪৭ জন নতুন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গুয়াহাটি মহানগরেই পজিটিভ রোগী ২১৯ জন।
হিমন্ত জানান, এ দিন রাজ্যে ১৯ হাজার টেস্ট করা হয়েছে। পজিটিভ রোগীর হার ৫.২৫ শতাংশ। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮৭৯১। এর মধ্যে চিকিতসাধীন রয়েছেন ৮০১৯ জন। রাজ্যে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৭০ জনের।