NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
আসামেও শুরু হচ্ছে প্লাজমা থেরাপি, শিলচরে শীঘ্রই আসছে মেশিন
১৭ জুলাই : করোনা আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে দিল্লি ও মুম্বাই-এর ধাঁচে আসামেও শুরু হচ্ছে প্লাজমা থেরাপি। আসাম প্লাজমা মুভমেন্ট নামের এই প্রকল্পটি বৃহস্পতিবারই শুরুর ছাড়পত্র দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন তিনি সাংবাদিকদের বলেছেন, যারা প্লাজমা দান করবেন, তাঁদের সরকার বিশেষ সুবিধা দেবে। এমনকি চাকরি ও সরকারের বিভিন্ন প্রকল্পে এই প্লাজমা ডোনাররা অগ্রাধিকার পাবেন। মন্ত্রী বলেন, সারা রাজ্যের মৃত্যুর সংখ্যার মধ্যে গুয়াহাটিতেই সবচেয়ে বেশি। ফলে গুয়াহাটিতে সবার আগে প্লাজমা থেরাপির চিকিৎসা প্রয়োজন।
If you had symptoms & recovered from Covid19, then you can save a life by donating your convalescent plasma. A critical Covid19 patient needs your plasma to fight off the virus. My earnest appeal to all recovered symptomatic people to donate convalescent plasma and save a life. pic.twitter.com/rO4CpAqb2O
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 17, 2020
স্বাস্থ্যমন্ত্রী জানান, দিল্লির ম্যাক্স হাসপাতাল ও এইমস-এর পরামর্শে আসামে এ ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তিনি জানান, রোগীদের অক্সিজেন থেরাপি দেওয়া হচ্ছে। কারণ রোগীদের শরীরে হঠাত করে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আর এতে রোগী আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মন্ত্রী দাবি করেন, এই রোগীদের প্লাজমা থেরাপি দিলে ৯০ শতাংশকে বাঁচানো সম্ভব। উল্লেখ্য, উপসর্গ থাকা করোনা রোগীরা সুস্থ হওয়ার পর প্লাজমা দিতে পারেন। মন্ত্রী হিমন্ত এ দিন আরও বলেন, গুয়াহাটির পর খুব শীঘ্রই শিলচর, যোরহাট, তেজপুর ও ডিব্রুগড়ে প্লাজমা সংগ্রহ করার মেশিন বসানো হবে। তিনি এও বলেছেন, যারা প্লাজমা দিতে ইচ্ছুক, তাঁরা ১০৪ টোল ফ্রি নম্বরে টেলিফোনও করতে পারেন। যারাই প্লাজমা দেবেন, তাঁদের সরকার বিশেষ সুবিধা দেবে। চাকরি বা সরকারি প্রকল্পের ক্ষেত্রে এই সুবিধা পাবেন রাজ্যের মানুষ।