India & World UpdatesHappeningsBreaking News
আরব আমিরশাহির প্রেসিডেন্ট প্রয়াত, ভারতে রাষ্ট্রীয় শোক
ওয়েটুবরাক, ১৪ মে : সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এই শোক পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বার্তা পাঠিয়েছে৷
বার্তায় বলা হয়েছে, একদিনের রাষ্ট্রীয় শোকের সময় সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কোনও আনুষ্ঠানিক বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
মৃত্যুকালে প্রেসিডেন্ট শেখ খলিফার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি সংযুক্ত আরব আমিরশাহির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জ্যেষ্ঠ পুত্র। পিতার মৃত্যুর পর ২০০৪ সালের ৩ নভেম্বর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১৯ সালে তিনি চতুর্থবার ওই পদে নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে আমিরশাহি সরকার ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি ক্ষেত্রে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।