NE UpdatesHappeningsBreaking News

আরও একটি ট্রেন পেল শিলচর, এ বার ছুটল নাহারলগুনের উদ্দেশে

ওয়েটুবরাক, ১৯ জুন : আরও একটি ট্রেন পেয়েছেন বরাকবাসী৷ শিলচর থেকে আপার আসাম হয়ে ট্রেনটি যাবে অরুণাচল প্রদেশের নাহারলগুনে৷ সোমবার বেলা ১টা ৫০ মিনিটে সবুজ পতাকা নাড়িয়ে নতুন ট্রেনের (০৫৬৩৮/০৫৬৩৭) শুভযাত্রার সঙ্কেত দেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়৷ সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রেলের এরিয়া ম্যানেজার টেসি কুমার, শিলচরের স্টেশন সুপার দেবাশিস পালচৌধুরী, আরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনুপম চক্রবর্তী প্রমুখ৷

একে এগারো ট্রিপের সামার স্পেশাল বলা হলেও সাংসদ রায় আশাবাদী, ট্রেনটিকে নিয়মিত পাওয়া যাবে৷ তিনি এ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন৷ তাঁর আরও দাবি, ট্রেনটিকে তেজপুর হয়ে লাহারলগুনে পাঠানো হোক৷ সে ক্ষেত্রে আরও অনেক বেশি মানুষ উপকৃত হবেন৷ কারণ এই অঞ্চলের প্রচুর ছাত্রছাত্রী তেজপুরে পড়াশোনা করে৷

ট্রেনটি প্রতি সোমবার বেলা ১টা ৫০ মিনিটে শিলচর থেকে ছাড়বে, ৭৫৬ কিলোমিটার পাড়ি দিয়ে পরদিন সকাল সাড়ে ৮টায় নাহারলগুনে পৌঁছাবে৷ মঙ্গলবার সকাল ১০টায় নাহারলগুন থেকে যাত্রা করে বুধবার ভোর ৪টা ৪০ মিনিটে শিলচর স্টেশনে আসবে৷

তাতে রয়েছে ১৩টি স্লিপার কামরা, ৪টি থ্রি টিয়ার এসি, ১টি টু টিয়ার এসি এবং ২টি জিএসএলআর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker