Barak UpdatesHappeningsBreaking News

আরএসএস প্রচারকের উপর নির্মিত আসাম বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র রিলিজ

ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালের উপর নির্মিত তথ্যচিত্র “তপস্বী জীবন” রবিবার বিকালে আরএসএস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে রিলিজ হয়৷ তথ্যচিত্রটি রিলিজ করেন আসাম বিশ্ববিদ্যালয় উপাচার্য রাজীব মোহন পন্থ এবং আরএসএসের দক্ষিণ আসাম প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী ও দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়৷ ছিলেন ‘তপস্বী’ শশীকান্ত চৌথাইওয়ালেও ।

‘তপস্বী জীবন’ তথ্যচিত্রটি পরিচালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গনজ্ঞাপন বিভাগের শিক্ষিকা ড. পারমিতা দাস, সহ পরিচালক জ্যোতিষ দত্ত৷ ফটোগ্রাফি এবং এডিটিংয়ের কাজ করেন অভিজিৎ দাস । উল্লেখ্য শশীকান্ত চৌথাইওয়ালে দীর্ঘ ৬০ বছরেও বেশি সময় উত্তর পূর্বাঞ্চলের সাধারণ মানুষের কাজ করে চলেছেন৷ তাঁর জীবন ও কাজকর্মের উপর ভিত্তি করেই এই তথ্যচিত্রটি নির্মাণ করা হয় । নির্দেশক ড. পারমিতা জানান, তখনকার সময়ের সমাজ ব্যবস্থা, আরএসএসের কার্যপ্রণালী এবং সংঘ কাজের বিভিন্ন বাধা বিপত্তির কথা তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker