India & World UpdatesHappeningsBreaking News
আফগানিস্তানে তালিবান ফেরার জন্য আমেরিকাকে দুষছে জার্মানি
ওয়েটুবরাক, ১৭ আগস্ট : আফগানিস্তানে ফের তালিবান শাসন প্রতিষ্ঠার দায় আমেরিকার ঘাড়ে চাপালেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে আফগানিস্তান পর্ব নিয়ে এ ভাবেই নিজের মত প্রকাশ করলেন তিনি৷ মেরকেলের কথায়, ঘরোয়া রাজনৈতিক কারণেই আফগানিস্তান থেকে হাত উঠিয়ে নিয়েছে ওয়াশিংটন, যার জেরে সে দেশে ক্ষমতায় ফিরেছে তালিবান। আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। কাবুলের পালাবদলও ঘটেছে। এই আবহে আফগানিস্তান নিয়ে জার্মানি চ্যান্সেলরের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মেরকেলের মতে, আফগানিস্তানে সেনা নামানোর দুই দশক পরে সেখান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের ‘চূড়ান্ত সিদ্ধান্ত আমেরিকাই নিয়েছে’। তাঁর মতে, ‘ঘরোয়া রাজনীতির কারণেই’ এই অবস্থান নিয়েছে জো বাইডেনের সরকার। মেরকেল আরও বলেন, ‘‘আমরা সবসময় বলেছি, আমেরিকা যদি থাকে তা হলে আমরাও থাকব।’’ মেরকেলের মতে, ‘‘আমেরিকার সেনা প্রত্যাহারের ফলেই তালিবান ক্ষমতায় ফিরে এসেছে।’’