NE UpdatesHappeningsBreaking News
আদালতের নির্দেশে পঞ্চায়েতই উদ্বাস্তু! বিস্মিত ত্রিপুরার চাকমাঘাটবাসী
ওয়েটুবরাক, ১১ জুন : ত্রিপুরার খোয়াই জেলার চাকমাঘাট পঞ্চায়েত আক্ষরিক অর্থেই উদ্বাস্তু এখন৷ আদালতের নির্দেশে পঞ্চায়েত কার্যালয়ের সমস্ত আসবাব, নথিপত্র সরিয়ে নিতে হয়৷ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির উপ-সভাপতি অপু গোপ বললেন, বামফ্রন্ট আমলের মিথ্যা প্রতিশ্রুতির খেসারত দিতে হলো তাঁদের৷
ঘটনার সূত্রপাত ১৫ বছর আগে৷ পরিবারের একজনকে সরকারি চাকরি দেবে বলে একই পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বজিৎ দে-র তিন গন্ডা জমি পঞ্চায়েত কার্যালয়ের জন্য অধিগ্রহণ করা হয়েছিল ৷ হয়নি কোনও দানপত্র বা ক্ষতিপূরণ প্রদান৷ দালানবাড়ি তৈরি করে তাঁর জমিতে পঞ্চায়েত কার্যালয় চলছিল৷ গত বছর পর্যন্ত চাকরির অপেক্ষা করে আদালতের দ্বারস্থ হন জমির মালিক বিশ্বজিৎ৷ বর্তমান পঞ্চায়েত সমিতি পরবর্তী সময়ে তাঁর সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইলেও রাজি হননি তিনি৷ আদালত বৃহস্পতিবার পঞ্চায়েত কার্যালয়ের সবকিছু সরিয়ে বিশ্বজিৎকে জমি সমঝে দিতে নির্দেশ দিয়েছে৷ এর পরই তেলিয়ামুড়ার বিডিও দেবপ্রিয় দাস এবং উপ-সভাপতি অপু গোপ আদালতের নির্দেশ মেনে সমস্ত আসবাব, নথিপত্র ইত্যাদি একই পঞ্চায়েতের কমিউনিটি হলে নিয়ে রাখেন৷
উপ-সভাপতি গোপ জানিয়েছেন, এখন চাকমাঘাট পঞ্চায়েতের কাজকর্ম কমিউনিটি হলেই হবে৷ সেখানে এখন আর কোনও সভা বা অনুষ্ঠান হবে না৷ তবে নতুন জায়গা চিহ্নিত করে পঞ্চায়েত কার্যালয় তৈরি করে দেওয়ার জন্য জেলাশাসককে চিঠি লিখবেন ৷ সিপিএমকে দোষারোপ করে অপু বলেন, তারা তখন মিথ্যা প্রতিশ্রুতি না দিলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না৷