Barak UpdatesHappeningsBreaking News
আত্মনির্ভর হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সুমিতা
২৫ জুন: বাণিজ্য বিভাগের কৃতী ছাত্রছাত্রীরা সবাই সিএ হতে চায়৷ ব্যতিক্রমী বিবেকানন্দ জুনিয়র কলেজের ছাত্রী সুমিতা রায়৷ ছোটবেলা থেকেই তার লক্ষ্য চূড়ান্ত৷ ব্যবসায়ী হবে৷ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে৷ ওই লক্ষ্যেই মাধ্যমিকে ৮৯ শতাংশ নম্বর পেলেও বাণিজ্য বিভাগেই ভর্তি হয়৷ এ বার তাই রাজ্যে অষ্টম স্থান অধিকার করেও একই কথা শুনিয়েছে, ‘আত্মনির্ভর হতে চাই৷ ব্যবসা-বাণিজ্য করব৷ এন্ট্রেপ্রেনার হবো৷’ চাকরি খোঁজা নয়, প্রতিবেশীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সুমিতা৷ এখন সে বিকমে ভর্তি হবে৷
বাবা প্রীতিশ রায়ও ব্যবসায়ী৷ তারাপুরে তাঁদের দোকান রয়েছে৷ মা মীনা রায় গৃহবধূ৷ দিদি বিটেক পড়ছে৷ তাদের কাছ থেকে মানসিক সাহচর্য পেয়েছে সুমিতা৷ শৈক্ষিক জায়গায় পুরো কৃতিত্ব দিতে চায় বিবেকানন্দ জুনিয়র কলেজের শিক্ষক-শিক্ষিকাদের৷ তাঁর কথায়, তাঁরা ছাত্রছাত্রীদের খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেন৷ খুব উৎসাহিত করেন৷
সুমিতার কথায়, ‘অষ্টম হবো বা মেধা তালিকায় ঢুকে যাব, এমনটা ভাবিনি৷ লক্ষ্য ছিল, ভাল ফলাফল করা৷ সেই লক্ষ্যেই পড়েছি৷ মনোযোগ দিয়েই পড়েছিলাম৷ না বুঝলে জিজ্ঞাসা করেছি৷ বারবার জিজ্ঞাসা করেছি৷’