NE UpdatesHappeningsBreaking News

আজ রাজ্যসভার ভোট, এককাট্টা থাকাটাই চ্যালেঞ্জ বিরোধী শিবিরের

ওয়েটুবরাক, ৩১ মার্চ: বৃহস্পতিবার অসমের দুই আসনে রাজ্যসভার ভোট। বিরোধী শিবির একটিমাত্র আসনে প্রতিদ্বন্ধিতা করছে৷ ফলে বিজেপি প্রার্থী পবিত্র মার্ঘারিটার জয় শুধু ঘোষণার অপেক্ষা৷ তাই অন্য আসনের দিকেই সকলের নজর৷ সেখানে শাসক জোটের প্রার্থী ইউপিপিএল নেতা রণগৌড়া নার্জারি৷  বিরোধীদের সর্বসম্মত প্রার্থী কংগ্রেসের বর্তমান সাংসদ রিপুন বরা৷ তাঁদের জয়ের জন্য ৪২ ভোট দরকার। সাসপেন্ড হওয়া কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস বিজেপি প্রার্থীকে ভোট দেবেন জানানোয় এই সময়ে কংগ্রেসের হাতে রয়েছে ৪৩টি ভোট। এর পরেও স্বস্তিতে নেই কংগ্রেস প্রার্থী৷

Rananuj

প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা  অভিযোগ করেন, ইউডিএফের ৫ বিধায়ক বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে ইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া দাবি করলেন, ভূপেনের জন্য বিরোধী শিবিরে ভাঙন ধরছে। এই অবস্থায়ও কংগ্রেস ও এআইইউডিএফের সব বিধায়ক এককাট্টা থাকেন কিনা, সেটাই দেখার৷ এক ভোট এদিক-সেদিক হলেই রণগৌড়া দিল্লির পথে পা বাড়াবেন||

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker