NE UpdatesHappeningsBreaking News

আইজলে প্রহৃত গোয়ালপাড়ার লরিচালক, ধৃত ৫

১৮ নভেম্বর: আইজলে এক অমিজো লরিচালক প্রহৃত হয়েছেন৷ পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে৷ ধৃতরা সবাই মদ্যপ ছিল বলে পুলিশ জানিয়েছে৷

Rananuj

ঘটনা সোমবার রাত সাতটা নাগাদ, আইজলের লালথানজুয়াভা ফিলিং স্টেশনের কাছে৷ খবর পেয়ে সাইরাং পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ গাড়ির ভেতরেই পেয়ে যায় পাঁচ যুবককে৷ সকলের ব্রেথ অ্যানালাইজার টেস্টে হয়৷ ধরা পড়ে, সবাই তখন মদ্যপ৷ তাদের গ্রেফতার করা হয়৷ আদালতের নির্দেশে পরে ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়৷

এ দিকে, লরিচালক ২১ বছর বয়সী ববিদুল হককে সাইরাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ ডাক্তাররা চিকিতসার পর বলেন, আঘাত সামান্যই৷ ওষুধ দিয়ে তারা তখনই তাঁকে ছেড়ে দেন৷ ববিদুলেরই এক সতীর্থ মিজো লরিচালক সাইরা

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker