Barak UpdatesHappeningsBreaking News

অনুপকুমার সিংহ প্রয়াত

ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ সভাপতি এবং ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি অনুপ কুমার সিং শুক্রবার সকাল সাড়ে সাতটায় স্থানীয় জীবনজ্যোতি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।  দুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের দরুন বাথরুমে পড়ে যান৷ পরে তাঁকে দরজা ভেঙে বার করে আনা হয়৷ দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল জীবনজ্যোতিতে৷ সে থেকে তাঁকে আইসিইউতে ভ্যান্টিলেশনে রাখেন চিকিৎসকরা৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ বয়স হয়েছিল ৬৪ বছর৷ রেখে গেলেন স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্য আত্মীয়, শুভাকাঙ্ক্ষীদের৷

Rananuj

অনুপকুমার সিং শুধু একজন ক্রীড়া সংগঠকই ছিলেন, সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন৷ ছিলেন পুর সদস্যও৷ তিনি নানা সময়ে ছিলেন ইটখোলা দুর্গামন্দির ডেভেলপমেন্ট কমিটির সহসভাপতি, মেঘদূত ক্লাবের সহসভাপতি, হিন্দিভাষী চা জন সম্প্রদায় মঞ্চের বরাক উপত্যকা শাখার ক্রীড়া সচিব, ভারতীয় চা মজদুর সংঘের কার্যবাহী সদস্য৷ মৃত্যুর আগে পর্যন্ত ছিলেন শিলচর হোলসেল কো-অপারেটিভ সোসাইটির বোর্ড অব ডিরেক্টর, আসাম ক্ষত্রিয় একতা সংঘের সদস্য৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker