NE UpdatesHappeningsBreaking News

অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ অরুণাচলের চাকমাদের

ওয়েটুবরাক, ৭ আগস্ট : অরুণাচল প্রদেশে বসবাসকারী চাকমা-হাজং জনগোষ্ঠীর একদল যুবক শনিবার অর্ধনগ্ন হয়ে ধরনা দেন৷ চাংলাং জেলার দিয়ুঙে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ দাবি জানান, তাদের রেসিডেনশিয়াল প্রুফ সার্টিফিকেট (আরপিসি) প্রদান আটকে রাখা চলবে না৷ মুখ্য সংগঠক রঞ্জিৎ চাকমা বলেন, তাদের স্থায়ী নাগরিকত্বের প্রমাণপত্র বা পিআরসি দেওয়া হয় না৷ এর দরুন রাজ্য সরকারের চাকরিতে আবেদন করতে পারেন না৷ আরপিসি দেওয়া হচ্ছিল৷ কিন্তু গত মাসে আরপিসি প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকার বা সামরিক, আধা সামরিক বাহিনীর চাকরিতে আরপিসি বাধ্যতামূলক৷ উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই সার্টিফিকেট প্রয়োজন বলে রঞ্জিৎ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker