NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
অরূপ রাহা আসাম বিশ্ববিদ্যালয়ের নতুন আচার্য
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বরঃ অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহাকে আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে নিযুক্ত করা হয়েছে। গুলজার ওরফে সম্পূরণ কালরার মেয়াদ ফুরনোর পর বেশ কিছু দিন মর্যাদাসম্পন্ন পদটি ফাঁকা পড়ে ছিল। শুক্রবারই অরূপ রাহাকে নিযুক্তির কথা সরকারি ভাবে জাানানো হয়। বিজ্ঞানী, চলচ্চিত্রকারের পর এ বার আচার্য পদে নিযুক্তি প্রদান করা হল সেনা শিবির থেকে।
অরূপ রাহার জন্ম ১৯৫৪ সালের ২৬ ডিসেম্বর, পশ্চিমবঙ্গে। তিনি কলকাতার বৈদ্যবতী এলাকায় জন্মগ্রহণ করেন। পুরুলিয়ার সৈনিক বিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতক হন।
সে বছরেরই জুলাই থেকে রাহা ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে (এনডিএ, ৪৪তম কোর্স) সামরিক প্রশিক্ষণ শুরু করেন এবং শেষ করেন ১৯৭৩ এর জুনে। তিনি এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্বর্ণপদক জিতেছিলেন। ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে বিমান বাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি হায়দরাবাদের বিমান বাহিনী একাডেমিতে বিমান চালানো শিখেছিলেন।