Barak UpdatesHappeningsBreaking News
অম্বিকাপট্টিতে দোকানের বারান্দায় করোনা রোগীর ‘হোম আইসোলেশন’!!
৩ সেপ্টেম্বর: কিছুদিন ধরেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন অম্বিকাপট্টির মনোজিৎ দাশগুপ্ত৷ অধরচাঁদ স্কুলে রেপিড অ্যান্টিজেন টেস্ট করানো শুরু হলে তিনিও যান৷ ধরা পড়ে কোভিড পজিটিভ৷ তিনিই বললেন, হাসপাতাল নয়, বাড়িতে থাকতে চান৷
কিন্তু তার আর বাড়ি কোথায়! স্ত্রী-কন্যার সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পর্ক নেই৷ ঘুমোন অম্বিকাপট্টিতেই এক দোকানের বারান্দায়৷ তবু পৃথক শৌচালয়, বাড়িতে অক্সিমিটার থাকা, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, ব্যক্তিগত গাড়ি ইত্যাদি নানা শর্তের ফর্মে সই করেন ওই বৃদ্ধও৷
দিনে এদিকে-ওদিকে ঘুরে বেড়ালেও রাতে মনোজিৎবাবু বারান্দায় মশারি খাটিয়ে ঘুমোতে গেলে বিপত্তি বাঁধে ৷ ততক্ষণে সবাই তাঁর পজিটিভ হওয়ার কথা জেনে গিয়েছেন৷ তরুণ সংঘের সাধারণ সম্পাদক অজয় রায় জানান, এলাকার অনেক মানুষ তাঁকে ফোন করেন৷ সবাই শঙ্কিত৷ কিন্তু কাছে যেতে পারেন না৷ তিনি দূর থেকে জানতে চাইলে বৃদ্ধ পজিটিভ হওয়ার কথা স্বীকার করে নেন৷
অজয়বাবুর কথায়, শুরু হয় ফোনে ধরার চেষ্টা৷ অনেকের নম্বর বেজেই চলে, অনেকে ফোন তুলেই অন্যের দিকে ঠেলে দেন৷ ১০৮, আশাকর্মীর পর ফোন ধরলেন শিলচর থানার ওসি দিতুমণি গোস্বামী৷ তিনি স্বাস্থ্য দফতরকে জানাতে বললেন৷ সেখানকার সব নম্বরে যে আগেই চেষ্টা করা হয়েছে৷ পরে পরিচিতিকে কাজে লাগিয়ে সাড়া পান তারা৷ অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যান৷ স্বস্তির শ্বাস ছাড়েন এলাকাবাসী৷