Barak UpdatesHappeningsBreaking News
অনাথ শিশুদের সঙ্গে চকোলেট ডে কাটালেন জয়দীপ
ওয়ে টু বরাক, ১০ ফেব্রুয়ারি : ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়েছে। এই কয়েকটা দিন একাধিক নামে পালন করা হয়। তবে এসব পালনের উতসাহ টিন এজারদের মধ্যেই বেশি। আর এই ভ্যালেন্টাইন সপ্তাহ পালনের আউটপুট আসে সামাজিক মাধ্যমে অর্থাৎ বন্ধু বান্ধবীদের সঙ্গে সময় কাটিয়ে তা ফেসবুকে আপলোড করে দেওয়াই যেন এই সপ্তাহ পালনের বিশেষত্ব। কিন্তু শিলচরের তরুণ সমাজসেবী জয়দীপ চক্রবর্তী সেই ক্রেজ থেকে একটু আলাদা।
বৃহস্পতিবার ছিল এই ভ্যালেন্টাইন সপ্তাহে চকোলেট ডে। জয়দীপ এক ঝুড়ি চকোলেট নিয়ে সোজা চলে গেলেন শিলচর পঞ্চায়েত রোডে থাকা উজ্জ্বলা হোমে। সেখানে থাকা ৪০টি অনাথ শিশুকে চকোলেট খাওয়ালেন। তাদের সঙ্গে গল্প করলেন, মজা করলেন, আর অবশ্যই নিজেও চকোলেট খেলেন।
জয়দীপ বলেন, তিনি সময় পেলেই নানা অজুহাতে উজ্জ্বলা হোমে যান। শিশুদের সঙ্গে সময় কাটান। কারণ মা-বাবা না থাকা এই শিশুদের শৈশব মনটাকে খুব পীড়া দেয়। তাই তাদের সঙ্গে একটু সময় কাটালে তারাও খুশি হয়। মনেও শান্তি পাওয়া যায়। তিনি শিলচরের অন্য নাগরিকদেরও এই শিশুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।