NE UpdatesHappeningsBreaking News
৬ বছরের বেশি কারাগারে কাটিয়ে খোলা আকাশের নিচে এপিএসসি-র প্রাক্তন অধ্যক্ষ রাকেশ পাল
গুয়াহাটি, ২৮ মার্চ : অবশেষে খোলা আকাশের নিচে এলেন রাকেশ পাল। আসাম পাবলিক সার্ভিস কমিশনের দেদার দুর্নীতির মূল অভিযুক্ত তথা কমিশনের প্রাক্তন অধ্যক্ষ ৬ বছর ৪ মাস বন্দি জীবন কাটিয়ে মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়েছেন। এ দিন জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, তিনি এখনও দোষী বলে প্রমাণিত হননি। তাঁর মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। তবে আদালত কিছু চুক্তির সাপেক্ষে তাঁকে জামিন দিয়েছে। তবে এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে, সে কথা তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতে চাননি।
তবে কারাগারে বন্দি জীবন নিয়ে তিনি এ দিন বলেন, কেন্দ্রীয় কারাগারে তিনি বহু উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। জেলের ভেতরে নামঘর, পার্ক ইত্যাদি তৈরি করেছেন। এ দিকে মঙ্গলবার বিকেলে কারাগার থেকে মুক্তি পাবার পর তিনি একটি বিশেষ গাড়ি করে ধীরে ধীরে পাঞ্জাবাড়ির ঘরে যান বলে জানা গেছে।
উল্লেখ্য, আসাম পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ কেলেঙ্কারিতে তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কার্যকালের সময়ে রাকেশ পাল ডিব্রুগড় পুলিশের হাতে গ্রেফতার হন। এরপরই রাকেশ পালের বিরুদ্ধে একটির পর একটি মামলা দায়ের করা হয়। অবশেষে ভাঙাগড় থানায় কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগ কেলেঙ্কারি মামলায় তাঁর বিরুদ্ধে জামিন মঞ্জুর করে আদালত।