NE UpdatesHappeningsBreaking News
২ মৈতেই ছাত্রছাত্রী হত্যার প্রতিবাদ মণিপুরে, গুলি-কাঁদানে গ্যাস
ইম্ফল, ২৬ সেপ্টেম্বর : ইনফলে নিরুদ্দেশ হওয়া দুই মৈতেই ছাত্র-ছাত্রীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার হাজার হাজার ছাত্রছাত্রী ইম্ফলে প্রতিবাদ জানান। এই প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের আন্দোলন মোকাবিলায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এমনকি শূণ্যেও গুলি চালায় পুলিশ। এতে কম করেও ৩০ জন ছাত্র আহত হয়েছেন।
এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়ে নিখোঁজ লিন্থোইংমাবিক নামের ছাত্রীর বাবা বলেছেন, আমার মেয়ের বিচার চাই এবং সাত দিনের মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে হবে। উল্লেখ্য কুকি উগ্রপন্থীদের হাতে নিরুদ্দেশ হওয়া দুই মৈতেই ছাত্র-ছাত্রী ফিজাম হেমানজিত সিং (২০) ও হিজাম লিন্থোইংমাবিক (১৭)কে নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ হয়।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এক বিবৃতি জারি করে সোমবার জানানো হয়, গত জুলাই মাস থেকে এই দুই পড়ুয়ার নিরুদ্দেশ হওয়ার ঘটনাটি রাজ্য সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্যেই এই দুই পড়ুয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই রাজ্যবাসীর ইচ্ছে অনুযায়ী এই মামলাটি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, মণিপুর পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সহযোগিতায় এই দুই পড়ুয়ার নিরুদ্দেশ হওয়ার পরিস্থিতি খতিয়ে দেখছে। এর পাশাপাশি এই দুই পড়ুয়ার হত্যার ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীকে সনাক্ত করার জন্য সক্রিয় তদন্ত জারি রয়েছে। নিরাপত্তা বাহিনী এর মধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জনগণকে এই তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।