Barak UpdatesHappeningsBreaking News
১৯ মে পরীক্ষাঃ প্রতিবাদে সরব ভাষাশহিদ স্টেশন সমিতি, গণসুর
ওয়েটুবরাক, ১৩ এপ্রিলঃ আগামী ১৯ মে ভাষাশহিদ দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি এবং গণসুর। আজ মঙ্গলবার ভাষাশহিদ স্টেশন সমিতির পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারক লিপি পেশ করা হয়। এর আগে রুটিন পরিবর্তনের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছে গণসুর।
ভাষাশহিদ স্টেশন সমিতির পক্ষ থেকে সভাপতি বাবুল হোড় ও সাধারণ সম্পাদক ডা. রাজীব কর স্মারকলিপিতে বলেন, আমাদের আত্মপরিচয়ের মাতৃগর্ভ অমর উনিশ।এর সঙ্গে নাগরিকদের আবেগ ও স্বাভিমান জড়িত।শহিদ তর্পণের মাধ্যমে উপত্যকা জুড়ে দিনটি পালিত হয়। সে দিনেও রুটিনে পরীক্ষা রাখায় এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনকে রুটিন পরিবর্তনের আশ্বাস দিয়ে না রাখার সমালোচনায় মুখর হলেন তাঁরা।