Barak UpdatesAnalyticsBreaking News
হাইলাকান্দি পুরসভাকে পরিষেবা দেবার এসওপি তৈরির নির্দেশ প্রশাসনের
৬ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে হাইলাকান্দি পুরসভা ও লালা পুরসভাকে তাদের পরিষেবা প্রদানের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ( এসওপি) তৈরি করতে বলা হয়েছে। উভয় পুর সভার চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারদের কাছে এক চিঠি পাঠিয়ে অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারি এই অপারেটিং সিস্টেম তৈরি করতে বলেন। এতে বলা হয়েছে, দালানবাড়ি নির্মাণ, সেনিটারি, বাউন্ডারি ওয়াল এবং ট্রেড লাইসেন্স সংক্রান্ত এই পরিষেবাগুলির দরখাস্ত পাওয়ার সাত দিনের মধ্যে কিভাবে নিষ্পত্তি করা যায় তার জন্য এসওপি তৈরি করতে হবে। প্রস্তাবিত এই এসওপি জনসাধারণের জ্ঞাতার্থে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করতেও জানিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা শাসকের চিঠিতে।