Barak UpdatesHappeningsBreaking News
হঠাৎই ধসে পড়ল করিমগঞ্জ বাইপাস, বন্ধ চলাচল
১ জুলাই : জুলাইয়ের প্রথম সকালেই অঘটন। হুড়মুড়িয়ে ধসে পড়ল করিমগঞ্জ বাইপাস সড়কের একটি বিস্তীর্ণ অংশ। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ওই সড়কে যান চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত সড়কটি ঠিকঠাকই ছিল। বদরপুরের দিক থেকে পাথারকান্দি বা ত্রিপুরার দিকে যাওয়া গাড়িগুলো এই সড়ক ধরেই যাওয়া আসা করে। অনেক উচু থাকায় বন্যার সময়ও এই সড়ক চলাচলের একমাত্র ভরসা ছিল। কিন্তু বন্যার জল নেমে যাওয়ার পর শুক্রবার সাতসকালেই বাইপাসের একটি বড় অংশ ভেঙে পড়েছে। আর তা এমনভাবে হয়েছে যে, একটি সাইকেল নিয়েও অতিক্রম করা মুশকিল।
এ দিন সকালে একটি ভারী ট্রাক ওই অংশটি অতিক্রম করার পরই রাস্তার পিচ সহ নিচের মাটি সরে যায়। আর এতে প্রায় ২৫-৩০ মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার পরই রাস্তার ভাঙা অংশ দেখতে ছুটে যান করিমগঞ্জের জেলাশাসক ও পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার। তাঁরা পরিদর্শনের পরই রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন বদরপুরের দিক থেকে যাওয়া সব যানবাহন করিমগঞ্জ শহরের ভেতর দিয়েই চলাচল করছে।