India & World UpdatesHappeningsBreaking News
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে বসানো হল পিছনদিকে, ক্ষুব্ধ কংগ্রেস
ওয়েটুবরাক, ১৬ আগস্টঃ ১০ বছর পরে দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা। তবে প্রথাগত আসন দেওয়া হয়নি তাঁকে। বরং রাহুল গান্ধীর ঠাঁই হয় দর্শকাসনের পিছনদিকে। বিরোধী দলনেতার পদটি ক্যাবিনেট মন্ত্রীর সমান গুরুত্বপূর্ণ। তাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে একেবারে সামনের সারিতে বসার আসন দেওয়ারই প্রথা। কিন্তু রাহুলের ক্ষেত্রে এই প্রথা মানা হয়নি।
কেন্দ্রের সাফাই, অলিম্পিকে পদকজয়ীদের সামনের সারিতে বসতে দেওয়া হয়েছিল। সেই জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে রাহুলের আসন। এই ঘটনাকে হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “মোদিজি, এবার ঘুম থেকে উঠুন। ৪ জুনের পর থেকে সময় বদলে গিয়েছে। লোকসভার বিরোধী দলনেতাকে পিছনের সারিতে ঠেলে দেওয়ার যে ঔদ্ধত্য আপনি দেখিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে আপনার এখনও শিক্ষা হয়নি।”