NE UpdatesHappeningsBreaking News
হাইকোর্টে রাজ্য সরকারের হলফনামা, এনআরসিতে ঢুকেছে প্রচুর বিদেশির নাম
৯ ডিসেম্বর : হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানালো, “প্রচুর বিদেশির নাম ঢুকেছে এনআরসির চূড়ান্ত তালিকায়। অরিজিনাল ইনহ্যাবিট্যান্ট বা ওআই হিসেবেও বহু নাম এনআরসিতে উঠেছে, যাঁরা আসলে অসমের প্রকৃত অধিবাসীর তালিকায় পড়েন না। রাজ্য সরকার আগেই সে জন্য সুপ্রিম কোর্টে এনআরসির তথ্য ফের যাচাই করার আবেদন জানিয়েছে।”
নলবাড়ির রহিমা খাতুনকে ফরেনার্স ট্রাইবুনাল বিদেশি হিসেবে ঘোষণা করলেও এনআরসির চূড়ান্ত তালিকায় তার নাম উঠেছে৷ একে হাতিয়ার করেই তিনি ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট এ নিয়ে রাজ্যকে হলফনামা দিতে বলেছিল। এর পরই এনআরসি কো-অর্ডিনেটরের অফিস থেকে সব জেলাশাসককে এনআরসির তালিকায় থাকা সন্দেহভাজনদের নাম খুঁজে তালিকাভুক্ত করতে বলা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টে হলফনামা দেয় রাজ্য সরকার৷
আদালতকে জানায়, ফরেনার্স ট্রাইব্যুনাল ঘোষিত ৪ হাজার ৭৯৫ জন বিদেশির নাম এনআরসিতে ঢুকে পড়েছে৷