India & World UpdatesBreaking News
স্পেশাল ট্রেনই চলবে এখন, নিয়মিত চলাচল ৩০ জুনের পর
১৪ মে: লকডাউনের মেয়াদ বাড়ার স্পষ্ট ইঙ্গিত পেয়েই যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিলের সময়সীমা বাড়িয়ে দিয়েছে ভারতীয় রেল। এখন আগামী ৩০ জুন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে, করোনা পরিস্থিতির জন্য চালু বিশেষ ট্রেন এই নির্দেশের আওতায় পড়বে না। এরমধ্যে রয়েছে ১৫ জোড়া বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও শ্রমিক স্পেশ্যাল। রেলসূত্র অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সব রকমের মেল, এক্সপ্রেস সহ স্থানীয় ট্রেনগুলিও বাতিল করা হয়েছে। এক্ষেত্রে টিকিট বুকিং বাবদ যাত্রীদের পুরো খরচই ফেরৎ দেওয়া হবে বলেও জানানো হয়েছে রেলের তরফে।
সূত্র আরও জানিয়েছে, লকডাউন শুরুর আগে বুক করা ৯৪ লক্ষ টিকিটের ১,৪৯০ কোটি টাকা ফেরৎ দিয়েছে রেল। তাছাড়া, ২২ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বুক হওয়া টিকিটেরও ৮৩০ কোটি টাকা যাত্রীদের ফেরত দিতে হয়েছে রেলের।