India & World UpdatesBreaking News
ওড়িশায় পৃথিবীর আলো দেখল আরেক ‘ফণী’
৪ মে : ঘূর্ণিঝড় ফণী ওড়িশায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। শুক্রবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে গোটা রাজ্য। ঝড়ের তাণ্ডবে তিনজনের প্রাণ পর্যন্ত গেছে। কিন্তু এই তাণ্ডবের মধ্যেই পৃথিবীর আলো দেখল এক শিশু। কন্যাশিশুটিকে নিয়ে আহ্লাদে আটখানা গোটা পরিবার। কী নাম রাখা হবে? এ নিয়ে যখন ভাবনা-চিন্তা শুরু হয়েছে, তখনই একজন প্রস্তাব দিলেন শিশুর নাম রাখা হোক ‘ফণী’। ব্যস, নামকরণ হয়ে গেল শিশুর।
ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের রেল হাসপাতালে শুক্রবার বেলা ১১টা ৩ মিনিটে জন্ম নিয়েছে এই কন্যাসন্তান। শিশুটির মা মঞ্চেশ্বর (৩২) রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন। এর আগেও ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেওয়া শিশুদের নাম ঝড়ের নামেই দেওয়া হয়েছে। গত বছর পুজোর সময় এই ওড়িশাতেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তিতলি। সে সময় অনেকে অভিভাবকই নিজেদের মেয়ের নাম রেখেছিলেন তিতলি।