Barak UpdatesHappeningsBreaking News
সেন্ট্রাল রোডে সম্পত্তি বেদখলের চেষ্টা, পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ জনতা
ওয়েটুবরাক, ২ আগস্টঃ সেন্ট্রাল রোডে শশী টেক্সটাইলসের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ ঘিরে এলাকাবাসী তীব্র অসন্তোষ প্রকাশ করেছে৷ মঙ্গলবার বিস্তীর্ণ এলাকার মানুষ এক সভায় মিলিত হয়ে শিলচর শহরের বুকে এই ধরনের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেন৷ প্রবীণ নাগরিক নন্দদুলাল সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলে বলেন, জমি মাফিয়ারা তিনদিন দুষ্কৃতীদলকে সঙ্গে নিয়ে শশী টেক্সটাইলসের মালিক গৌতম রায়কে তুলে দিয়ে সমস্ত জমি-দালানবাড়ি হাতিয়ে নিতে চায়৷ প্রতিবার পুলিশকে লিখিত ভাবে জানানো হলেও ফল মিলছে না বলে অভিযোগ করেন তাঁরা৷ সেখানে একটি অস্থায়ী পুলিশ পিকেট বসানোর দাবি জানানো হলেও পুলিশ তাতে গুরুত্ব দেয়নি৷ এরই সুযোগে জমি-মাফিয়ারা বিভিন্ন অঞ্চলের নারী-পুরুষদের নিয়ে এসে গৌতমবাবুর দোকান-বাড়িতে হানা দেয়৷ দুষ্কৃতীদলে ত্রিপুরা থেকেও মানুষ নিয়ে আসা হয় বলে জানান তাঁরা৷ এই অবস্থায় গৌতম রায়ের প্রাণহানিরও আশঙ্কা করছেন নাগরিকরা৷ তাঁরা দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য চব্বিশ ঘণ্টা সময় বেঁধে দেন৷ নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়৷ তাঁরা বিষয়টি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করারও সিদ্ধান্ত নেন৷
এ দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান মনোজ পাল, ড. নবেন্দু বণিক, মিঠুন নাথ প্রমুখ৷ তাঁরা জমিজবরদখলের অপসংস্কৃতি রুখতে এখনই সচেতন ভূমিকা গ্রহণের জন্য শহরবাসীর প্রতি আবেদন জানান৷