India & World UpdatesHappeningsBreaking News
সীমান্ত বিবাদ: শনিবার চিন-ভারত সামরিক পর্যায়ের বৈঠক
৩ জুন: সীমান্ত বিবাদ নিয়ে চিনের সঙ্গে সামরিক পর্যায়ে উচ্চস্তরের বৈঠক করতে চলেছে ভারত। ৬ জুনই আলোচনায় বসতে পারে উভয় পক্ষ। এমনটাই জানা গেছে প্রতিরক্ষা সূত্রে। ধর্মগুরু দলাই লামাকে এই দেশে আশ্রয় দেওয়ার পর থেকেই বিচ্ছিন্নভাবে ভারতের সঙ্গে চিনের সম্পর্কে ফের ছেদ ধরতে থাকে। আর চিনের কূটচাল নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। কখনই পরিষ্কার মনোবৃত্তি দেখায়নি দেশ। করোনা ইস্যুতেও সারা বিশ্বে বেজিংয়ের দুমুখো চেহারা প্রকাশ্যে এসে গেছে। এবারে লাদাখে ভারতের পরিকাঠামো তৈরির কাজে অহেতুক নাক গলাচ্ছে চিন। এই আগ্রাসনকে কেন্দ্র করে চিন-ভারতের সীমান্তে রয়েছে টান টান উত্তেজনা। দু’দেশের তরফেই চলছে বাহিনীর জমায়েত। এতে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। অবশ্য ভারত সাফ জানিয়ে দিয়েছে চিনের হুঙ্কারে কিছু যায় আসে না।সীমান্ত সংলগ্ন এলাকায় আগের মতোই চলবে পরিকাঠামো তৈরির কাজ।