Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সিএএ বিধি সংশোধনের দাবি তুলল নেলেক
ওয়েটুবরাক, ১৪ মার্চ : সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করাকে বিজেপি সরকারের মহৎ প্রচেষ্টা বলে উল্লেখ করেও এর বিধিতে যে বহু আইনি জটিলতা রয়েছে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করল নর্থ ইস্ট লিঙ্গুইস্টিকস অ্যান্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি (নেলেক)৷ বিশ্ব হিন্দু পরিষদের সভাপতিকে চিঠি পাঠিয়ে তাঁরা জানিয়েছেন, ভুক্তভোগীদের সুবিধা দিতে হলে সিএএ বিধির সংশোধন করতে হবে৷ সভাপতি শান্তনু নায়েক বিধির তফশিল ১(ক)-তে ছেড়ে আসা দেশের যে সব নথির একটি চাওয়া হয়েছে, এর সঙ্গে আরও কিছু নথি জুড়ে দিতে আর্জি জানান৷ তিনি পাকিস্তান থেকে আসা শরণার্থীদের ক্ষেত্রে গুরুদ্বারের নথিও গ্রহণ করা হয়েছে এতদিন৷ এই দিককার শরণার্থীদের জন্যও বিধিতে কিছু নির্দিষ্ট মঠ-মন্দিরের নথিকে স্বীকৃতি প্রদান করা হোক৷ নইলে তাঁদের পক্ষে বাংলাদেশের নথি জমা করা কঠিন৷ কারণ অনেকেই ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে কোনওক্রমে একবস্ত্রে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছেন৷ তাঁদের পক্ষে কোনও নথি নিয়ে আসা সম্ভবপর ছিল না৷ দ্বিতীয়ত, নাগরিকত্বের আবেদন জানানোর কতদিনের মধ্যে এর নিষ্পত্তি হবে এরও স্পষ্ট উল্লেখের দাবি করেন তিনি৷