Barak UpdatesHappeningsBreaking News

একশো বর্গ কিলোমিটারে ৪৫ ওয়ার্ড গড়েই তৈরি হোক শিলচর পুর নিগম, দাবি

ওয়েটুবরাক, ৬ আগস্ট : প্রস্তাবিত শিলচর পুর নিগমের আয়তন নিয়ে সর্বদলীয় সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা কার্যকর করার দাবি জানিয়েছে ‘ভিশন এস ২৫’ নামের এক সংগঠন৷ তাদের কথায়, সবাইকে ডেকে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণের পর তা থেকে সরে আসা বা একক ভাবে পরিবর্তন করা যায় না৷

সভায় সিদ্ধান্ত হয়েছিল, পুর নিগমের আয়তন হবে ১০০ বর্গ কিলোমিটারের অধিক৷ ওয়ার্ড থাকবে অন্তত ৪৫টি৷ ‘ভিশন এস ২৫’-এর পক্ষে রসরাজ দাস, শ্রীকান্ত ভট্টাচার্য ও পিনাকপানি নাথ বলেন, শতবর্ষ প্রাচীন ঐতিহ্যশালী শিলচর জনসংখ্যার নিরিখে আসামের দ্বিতীয়৷  ভৌগোলিক অবস্থানেও এর গুরুত্ব অপরিসীম৷  নাগরিক কমিটির কথায়, প্রায় সব অঞ্চলই প্রথমদিকে ক্ষেত+জমি হিসেবেই থাকে, সময়ের চাহিদায় গড়ে ওঠে নগর, এই বাস্তবকে অস্বীকার করার উপায় নেই। কয়েক বছর আগে অবধি শিলচর শহর সীমাবদ্ধ ছিল ছোট পরিসরে, বর্তমান রাঙ্গিরখাড়ি, মেহেরপুর অঞ্চল ছিল ক্ষেত-জমি৷

আজ বৃহত্তর রাঙ্গিরখাড়ি অঞ্চল শিলচরের বিজনেস হাব বলা যায়। এভাবেই শহর যাবে গ্রামে, গ্রাম হয়ে উঠবে নগর, স্থানীয় মানুষের জীবন-জীবিকা, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে এটাই স্বাভাবিক নিয়ম। কমিটি মনে করে, কোনও মানুষ একই অবস্থানে চিরদিন থাকেন না, আজকে যিনি কৃষিকাজ করছেন, তাঁর ছেলে ভবিষ্যতে হতে পারেন বিরাট কোনও শপিংমলের স্বত্বাধিকারী, আজ যিনি কৃষিনির্ভর, তাঁর পরবর্তী প্রজন্ম হতে পারেন তাঁর অঞ্চলে গড়ে ওঠা ‘আইটি’ কোম্পানির সিইও।

কমিটি এও দাবি রাখে, লাভজনক কৃষিজমিকে উন্নয়ন ঘটিয়ে অধিক কৃষি উৎপাদনের ব্যবস্থা যেন করা হয়। আজকাল মাল্টি অ্যাগ্রিকালচারাল পরিষেবা গড়ে উঠছে অনেক দিকে, এই ধরনের উন্নত কৃষি ব্যবস্থা গড়ে উঠুক এই অঞ্চলেও, পাশাপাশি নগরায়নের বিস্তার হোক বহুমুখী। তাঁরা বলেন, আজও গ্রামের অনেক মানুষ আসেন শিলচর শহরে রোজগারের জন্য, যখন শহর নিজেই চলে যাবে তার গ্রামে, তখন তিনি স্থানীয় স্তরে উন্নত রোজগারের ব্যবস্থা পেয়ে যাবেন, মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে নগরায়নের বিস্তর বিস্তারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker