Barak UpdatesHappeningsBreaking News

স্বপ্নের রূপায়ণ! ৭ মার্চ উদ্বোধন বঙ্গসাহিত্যের গ্রন্থাগারের

ওয়েটুবরাক, ৪ মার্চ: গবেষণাধর্মী এক গ্রন্থাগারের উদ্বোধন হতে চলেছে শিলচরে৷ আগামী ৭ মার্চ বঙ্গভবনে এর উদ্বোধন হবে৷ উদ্যোক্তা বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন৷ আজ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুল, সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, জেলা সভাপতি তৈমুর রাজা ও গ্রন্থাগার উপসমিতির আহ্বায়ক ড. অমলেন্দু ভট্টাচার্য৷ তাঁরা বলেন, ৯ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই গ্রন্থাগার ও মহাফেজখানা আসলে স্বপ্নের রূপায়ণ ৷

Rananuj

অমলেন্দুবাবু বলেন, এই অঞ্চলে বেশকটি গ্রন্থাগার রয়েছে৷ প্রয়োজন ছিল বরাক উপত্যকার নানা বই ও জার্নাল যেন এক জায়গায় পাওয়া যায়৷ এ ছাড়া, বরাক থেকে বিভিন্ন ভাষার বই বেরোচ্ছে৷ সেগুলিকেও সংরক্ষণ করা প্রয়োজন৷ বঙ্গভবনের গ্রন্থাগার সে সব দিকে বিশেষ গুরুত্ব দেবে৷

এ দিন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বঙ্গসাহিত্যের কাছাড় জেলা সমিতির সহসভাপতি দীপক সেনগুপ্ত, সম্পাদক ড. জয়ন্ত দেবরায় এবং প্রাক্তন জেলা সভাপতি দীনেন্দ্র নারায়ণ বিশ্বাসও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker