NE UpdatesHappeningsBreaking News
সেই শৈলেশকুমারকে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পদ থেকে অব্যাহতি
ওয়েটুবরাক, ৩ মেঃ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে আইএএস অফিসার ড. শৈলেশকুমার যাদবকে। গত ২৬ এপ্রিল কার্ফুর মধ্যে বিবাহভবনে বিয়ের অনুষ্ঠান চলতে থাকায় তিনি সেখানে হানা দিয়েছিলেন। অভিযোগ, আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে নিজেই আইন ভেঙেছেন। বর, পুরোহিত সহ অনেককে শারীরিক নিগ্রহ করেন। এইসব ঘটনার প্রেক্ষিতে সরকার দুইজন আইএএস-কে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গড়েছে। এই তদন্ত যথাযথ চলার জন্যই ড. শৈলেশ সরকারের কাছে লিখিত আর্জি জানিয়ে অব্যাহতি চেয়েছেন।
তার পরই তাঁকে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাভাল হামেন্দ্র কুমার। রাভাল শিল্প-বাণিজ্য দফতরের ডিরেক্টর। অতিরিক্ত দায়িত্ব হিসেবে রয়েছেন পর্যটন দফতরের ডিরেক্টর, ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর, ত্রিপুরা ব্যাম্বো মিশনের মিশন ডিরেক্টর এবং ত্রিপুরা স্কিল ডেভেলপমেন্টের ডিরেক্টর পদে। এখন আরও অতিরিক্ত হিসেবে যুক্ত হয়েছে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ও ত্রিপুরা জল বোর্ডের সিইও এবং টিইউডিএ-র কমিশনার। শেষ সবকটি দায়িত্ব ড. শৈলেশ এতদিন সামলাচ্ছিলেন। এখন তিনি দায়িত্বহীন আইএএস অফিসার।