Barak UpdatesHappeningsBreaking News
শুক্রবার থেকে শিলচরে হস্ততাঁত ও বস্ত্রশিল্প মেলা
শিলচর ২৫ নভেম্বর : শিলচরের হস্ততাত ও বস্ত্র শিল্প কার্যালয়ের উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে জেলাভিত্তিক হস্ততাত মেলা, প্রদর্শনী ও বিপণনের আয়োজন করা হয়েছে l তিন দিনব্যাপী এই মেলা ও প্রদর্শনী সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শহরের জেলাশাসকের কার্যালয়ের পার্শ্ববর্তী হস্ততাঁত ও বস্ত্রশিল্প কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে l স্থানীয় তাঁত শিল্পীদের তৈরি কাপড় এখানে পাওয়া যাবে । শুক্রবার সকাল ১১ টায় লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই এবং জেলাশাসক কীর্তি জল্লি এই মেলা প্রদর্শনী ও বিপণনীর উদ্বোধন করবেন।