NE UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যাল থেকে নয়জনের মৃতদেহ নিয়ে জিরিবামে রওয়ানা
ওয়েটুবরাক, নভেম্বর ২২: জিরিবামে অপহৃত ও নিহত মেইতেই জনগোষ্ঠীর তিন মহিলা এবং তিন শিশুর দেহ শুক্রবার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে দফায় দফায় তাঁদের শনাক্তকরণ ও পোস্ট মর্টেম সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে মণিপুর পুলিশ দেহ হস্তান্তরের উদ্যোগ নিচ্ছিল না। দুদিন নির্বিঘ্নে কাটায় এ দিন পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। তাঁরা দেহ গ্রহণে সম্মত হবেন কিনা আশঙ্কা থাকলেও ওই ধরনের কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি। নিহত বৃদ্ধার জামাতা এল উত্তম সিংহ জানান, এই ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএকে দেওয়ায় তাঁরা আশাবাদী, এ বার সুবিচার পাবেন। বিভিন্ন মেইতেই সংগঠনের কর্মকর্তারা মার জনগোষ্ঠীর নিহত দশজনকে জঙ্গি বলে ঘোষণার দাবি জানান।
একইসঙ্গে সমঝে দেওয়া হয় মেইতেই জনগোষ্ঠীর আরও তিনজনের দেহ। তারা হলেন গত ১২ নভেম্বরের হামলায় নিহত ও দগ্ধ দুই জন এবং দুদিন আগে পুলিশের গুলিতে নিহত কে আথৌবা।
উত্তম সিংহ ও তাঁর শ্যালকের সঙ্গে মেইতেই জনগোষ্ঠীর শতাধিক মানুষ পরম্পরাগত পোশাক পরে শুক্রবার সকাল হতেই মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে জমায়েত হন। মৃতদেহ হস্তান্তর পর্ব সম্পন্ন হলে সকলে মৃতদের শ্রদ্ধা জানান।