Barak UpdatesHappeningsBreaking News
শিলচর টাউন মহিলা কংগ্রেসের পদাধিকারীদের নিয়োগপত্র বিতরণ
ওয়ে টু বরাক, ২ ডিসেম্বর : শিলচর টাউন ব্লক মহিলা কংগ্রেস কমিটি বিভিন্ন পদাধিকারীদের নিয়োগপত্র বিতরণের প্রথম ধাপ সম্পন্ন করেছে। শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের উপস্থিতিতে টাউন মহিলা কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভাটি অনুষ্ঠিত হয়। শনিবার শিলচর ইন্দিরা ভবনে এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, শিলচর ডিসিসির সহ-সভাপতি অশোক বৈদ্য, শিলচর জেলা লিগ্যাল সেলের পদাধিকারী আব্দুল হাই লস্কর, ডিসিসি সেক্রেটারি হানিফ আলম, বাঁশকান্দি বিসিসির সভাপতি হুসেনুল হক প্রমুখ।
২১ জনকে এ দিন ‘নিয়োগপত্র’ দেওয়া হয়েছে এবং বাকি দশজনকে শীঘ্রই দ্বিতীয় পর্বে নিয়োগপত্র দেওয়া হবে। বন্দিতা ত্রিবেদী রায় তাঁর বক্তব্যে মহিলাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন যা দলের পতাকাকে উঁচুতে রাখতে শক্তি হিসেবে কাজ করে। অশোক বৈদ্য কংগ্রেস পার্টিতে মহিলা কংগ্রেসের দায়িত্ব তুলে ধরেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন। আবদুল হাই লস্কর নতুন কমিটিকে নারী ও তাদের অধিকার সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানিয়েছেন।
সঞ্জীব রায় বলেছেন, মহিলা কংগ্রেসের নীতি-নৈতিকতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত যা আমাদের মহান নেত্রী ইন্দিরা গান্ধীজি বিশ্বকে দেখিয়েছেন। হানিফ আলম বর্তমান সময়ে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমসিসির সাধারণ সম্পাদিকা (প্রশাসন) যশোদা সিনহা, কাবেরী দাস, জ্যোৎস্না রাজকুমারী, বিজয় দেবনাথ, নন্দা রায়, সুনন্দা পুরকায়স্থ, মিতালী দেব, আরতি সিনহা, আবেদা বেগম, অনিতা সিং, ববিতা চৌধুরী, অঙ্কিতা চক্রবর্ত্তী, লীলা দেবী, আমিরুন নেসা লস্কর, চিনু বেগম, অরতি সিনহা, সুপ্রিয়া বিশ্বাস প্রমুখ।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অঙ্কিতা ভট্টাচার্য।