Barak UpdatesHappeningsCultureBreaking News
শনিবার আগরতলায় নাটক করবে শিলচরের ‘আজকের প্রজন্ম থিয়েটার’

ওয়েটুবরাক, ১৭ জানুয়ারি: রবিঠাকুরের উপন্যাস অবলম্বনে ‘নৌকাডুবি’ নাটক নিয়ে আগরতলায় ১৬তম চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসবে যোগ দিচ্ছে শিলচরের ‘আজকের প্রজন্ম থিয়েটার’। বিবর্তন থিয়েটারের নিয়ন্ত্রণাধীন এই প্রযোজনাটি তারা মঞ্চস্থ করবে শনিবার আগরতলা রবীন্দ্র ভবনের দ্বিতীয় কক্ষে। এই নাট্যোৎসবের আয়োজন করেছে আগরতলার ডাকসাইটে নাট্যদল ‘নাট্যভূমি’। গত ১৫ জানুয়ারি শুরু হয়েছে এই উৎসব, চলবে ২০ তারিখ পর্যন্ত। আর, শনিবার সন্ধে ৬টায় শুরু হবে ‘আজকের প্রজন্মে’র এই পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনা। নির্দেশনায় সায়ন বিশ্বাস। আবহ এবং সঙ্গীতায়োজন করেছেন বাংলা গানের দল দোহারের সদস্য শিলচরেরই সুদীপ্ত চক্রবর্তী সৌম্য।
শুক্রবার সকালে ১৮ জনের দল নিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পাড়ি দিয়েছে ‘আজকের প্রজন্ম’। নির্দেশক সায়ন বিশ্বাস জানিয়েছেন, বিরতি সহ প্রায় দু’ঘণ্টা ১৫ মিনিটের এই নাটক দর্শকদের রবীন্দ্র-বিনোদন দিতে কোনও কসুর বাকি রাখবে না। নাটকটি এরই মধ্যে শিলচরে সাফল্যের মুখ দেখেছে। দলটি আশাবাদী, আগরতলার দর্শকদেরও ভালবাসা তারা কুড়িয়ে নেবে।