Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে এসেই কংগ্রেস অফিসে আমিনুল হক, বললেন, “পরিমলকে হারাব”

ওয়েটুবরাক, ২৪ মার্চ : গত ২০ মার্চ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর৷ গুয়াহাটিতে আনুষ্ঠানিক দলবদলের চারদিন পর রবিবার শিলচরে ফিরলেন তিনি৷ কংগ্রেসের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছুটে যান৷ কয়েকশো মানুষ তাঁকে বিপুল ভাবে সংবর্ধিত করে শহরে নিয়ে আসেন৷ আসেন কংগ্রেস ভবনে৷ সেখানেও প্রচুর নেতা-কর্মী তাঁকে দলীয় সহকর্মী হিসাবে বরণ করে নেন৷

Rananuj

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় আমিনুল বলেন, “আমি ক্ষমতালিপ্সু নই, আবার দুর্নীতিগ্রস্তও নই৷ তাই আমি শাসক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছি৷” ক্ষমতালিপ্সুরা শাসক শিবিরে ছুটে গিয়েছেন৷ কংগ্রেস ছেড়ে তারা ক্ষমতার পেছনে ছুটেছেন৷ আর কেউ কেউ কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন ইডি, সিআইডি, সিবিআই থেকে নিজেদের বাঁচাতে৷ তাঁর ক্ষমতার লোভ বা দুষ্কর্মের আতঙ্ক নেই বলে তিনি বিজেপি থেকে বিরোধী দলে নাম লিখিয়েছেন৷

পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে একরাশ ক্ষোভ ঝেড়ে আমিনুল বলেন, তিনি চারজনকে দাঁড় করিয়ে বিধানসভা নির্বাচনে হারিয়েছেন৷ এবার এর রাজনৈতিক প্রতিশোধ নেবেন বলে শুরুতেই জানিয়ে দেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker