Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের নীরব সমাজকর্মীদের সংবর্ধনা
ওয়েটুবরাক, ২৩ অক্টোবর : শিলচরের কিছু সমাজদরদী ও সমাজসেবী ব্যক্তি বছরের পর বছর অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাদের দুঃখ দূর করতে সচেষ্ট হন, কিন্তু প্রচারের আলোয় আসেন না৷ এমন কয়েকজনকে কায়ানট শিলচর, সুরমল্লার ও সৃষ্টি পরমের ব্যবস্থাপনায় গত শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়।
মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় ডাঃ মোহাম্মদ মাসুম, কল্যাণ চক্রবর্তী, শরিফুদ্দিন, সজল লস্কর, মহীতোষ ( আশু ) পাল, অঞ্জন রায়, সুরজিৎ সোম ( স্মাইল) , পার্থ শীল, কমলা ( দোলা) দেব, কাজল দেমতা, উত্তম সী, শিথিল ধর, দীলু দাস ও ডাঃ অঞ্জন কুমার দেকে । পৌলমী শীল ও প্রতীতি শীলের উদ্বোধনী সঙ্গীত দিয়ে সেদিনের অনুষ্ঠান শুরু হয়৷ স্বাগত বক্তব্য রাখেন কায়ানট শিলচরের সহ- সভাপতি তথা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক অজয় কুমার রায়। এরপর একে একে সম্মাননা প্রদান শুরু হয়।
সমাজসেবীদের হাতে সম্মান স্মারক, পুষ্পস্তবক ও ছোট্ট উপহার হিসেবে বই তুলে দেন বিশিষ্ট বাচিক শিল্পী অমিত সিকিদার, শিল্পী সুদর্শন ধর, জনান্তিকা ভট্টাচার্য, সৃজনী দেব, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ( জয় ), ভাস্কর দাস প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন কায়ানট শিলচরের সদস্যা সাইনি পাল ও ত্রিবর্ণা দেব। ডাঃ অঞ্জন কুমার দে তাঁর বক্তব্যের পাশাপাশি দুখানি সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে কায়ানট শিলচরের সদস্যা অনুশ্রী রায়, সুনীপা শুক্লবৈদ্য ও পাপিয়া রায়ের গাওয়া দুখানি লোকসঙ্গীত দিয়ে সেদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সঞ্চালনায় ছিলেন মনোজ দেব।