Barak UpdatesHappenings
শিলকুড়িতে চালু হলো মোবাইল অ্যাপ এনআইভিটি
ওয়ে টু বরাক, ৬ জুলাই ঃ শিলকুড়িতে মোবাইল অ্যাপ এনআইভিটি চালু করা হয়েছে। শিলচর এনআইটি-র ডেপুটি রেজিস্টার নীহারেন্দু ধর এই মোবাইল অ্যাপটি চালু করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীহারেন্দু বাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রচারক গৌরাঙ্গ রায় ও বিদ্যাভারতীর দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. পি কে নাথ, এনআইভিটি-র প্রধান শিক্ষক এবং কম্পিউটার বিজ্ঞানের জাতীয় এবং আন্তর্জাতিক লেখক।
উল্লেখ্য, এনআইভিটি মোবাইল অ্যাপ চালু করার মূল লক্ষ্য হল বরাক উপত্যকার শিক্ষার্থীদের কাছে ভালো লেখাপড়া পৌঁছে দেওয়া। এই অ্যাপের মাধ্যমে অনেক নামি দামি তথা জ্ঞানী শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পাঠদান করবেন। এনআইভিটি মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে বিভিন্ন কোর্স এর জন্য নাম নথিভুক্ত করা যাবে। বর্তমানে নবম শ্রেণি থেকে স্নাতক স্তর পর্যন্ত কোচিং করানো হবে। অনুষ্ঠানের শেষ পর্বে এনআইভিটি-তে সফলভাবে কোর্স সম্পন্ন করা ছাত্র ছাত্রীদের শংসাপত্র দেওয়া হয়।