Barak UpdatesHappeningsBreaking News
শহিদ অসিতরঞ্জন ভট্টাচার্যকে স্মরণ করল থাউজেন্ড সায়ন্তন
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : ভারতের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন আসাম প্রদেশভুক্ত সিলেট অঞ্চলের বিপ্লবী হিসেবে প্রথম ফাঁসি হয় অসিতরঞ্জন ভট্টাচার্যের। যার আবক্ষ মূর্তি স্থাপিত আছে শিলচর গান্ধীবাগে। থাউজেন্ড সায়ন্তন যুবক দল আজ তাদের স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অসিতরঞ্জন ভট্টাচার্যের মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।
থাউজেন্ড সায়ন্তন যুবক দল এর আগে স্থানীয় নরসিংটোলা ময়দানে সমবেতভাবে জাতীয় পতাকা উত্তোলন করে এবং পরবর্তীতে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে।
প্রসঙ্গত, অসিতরঞ্জন ভট্টাচার্য উনিশ বছর বয়সে শ্রীহট্ট জেলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন। তাঁর জন্ম ৪ এপ্রিল ১৯১৫ এবং মৃত্যু ২ জুলাই ১৯৩৪। স্মৃতিস্তম্ভে লেখা আছে আসামের প্রথম শহিদ।
থাউজেন্ড সায়ন্তনের আক্ষেপ, এমন শহিদের মূর্তি গান্ধীবাগের এক কোণে পড়ে আছে৷ এই মূর্তি ও বেদী অনেকেরই নজরে পড়ে না৷ আশপাশের বৃহৎ বৃক্ষাদি পরিবেষ্টিত এই মূর্তির পরিচর্যায়ও কারও কোনও ভূমিকা নজরে পড়ে না।