NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
রাস্তায় নেমে এল প্রচুর পাথর-কাদামাটি, বন্ধ সোনাপুর সড়ক
ওয়ে টু বরাক, ১৭ জুন ঃ ফের ভয়াবহ ধস নেমে বন্ধ হয়ে গেল বদরপুর-জোয়াই জাতীয় সড়ক। শনিবার সকালে সোনাপুর টানেলের সামনে পাহাড় থেকে একইসঙ্গে প্রচুর পরিমাণে পাথর ও মাটি নেমে আসায় সড়কের এই অংশ দিয়ে কোনওভাবেই চলাচল করা সম্ভব হচ্ছে না। ফলে আপাতত বন্ধই রাখা হয়েছে যান চলাচল। এই মুহূর্তে সড়কের যে অবস্থা, তাতে হেঁটেও অংশটি পার করা খুব সম্ভব নয়।
গতকাল থেকে এই সড়ক প্রায় বন্ধই রয়েছে। আগে পাথর-কাদামাটির পরিমাণ কম থাকায় তা সরানো সম্ভব হয়েছিল। কিন্তু এখন বিশাল পরিমাণ কাদামাটি নেমে আসায় তা চটজলদি পরিষ্কার করা সম্ভব নয়, যদিও মেঘালয় সরকারের পক্ষ থেকে দফায় দফায় এই অংশটি ধসমুক্ত করার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই অংশ ধসমুক্ত করার যাবতীয় চেষ্টা করা হলেও টানা বৃষ্টির জন্য তা সম্ভব হচ্ছে না। সূত্র অনুযায়ী, ধস সরাতে মোট ৪টি এক্সক্যাভেটর কাজে লাগানো হয়েছে। তবে টানেলের প্রায় অর্ধেক অংশ মাটি-পাথরে ঢাকা পড়ে যাওয়ায় তাতে কিছুটা সময় লাগবে।
এ দিকে, রাস্তার দুধারে ইতিমধ্যেই প্রচুর গাড়ির লাইন লেগে গেছে। যত সময় যাচ্ছে, এই লাইন দীর্ঘ হচ্ছে। তবে মেঘালয় পুলিশ আগেই বলে রেখেছিল, এই রুট দিয়ে চলাচল করা যতটা সম্ভব এড়ানো যায়, ততই মঙ্গল। এই ধস সরিয়ে ঠিক কোন সময় রাস্তাটি পুনরায় চালু হবে, তা বলা যাচ্ছে না।