Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালে হৃদযন্ত্রে ত্রুটি, থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবির ৯ সেপ্টেম্বর
September 2, 2024
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর: আগামী ৯ সেপ্টেম্বর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্মগত হৃদরোগ (১৮ বছর বয়স অবধি) এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের (১৪ বছর বয়স অবধি) জন্য এক স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শিবিরে স্ক্রিনিং করবেন নারায়না হৃদয়ালয়ের কলকাতা ও বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকরা। অসম সরকার ও রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে)-র অধীনে শনাক্ত হওয়া হৃদরোগে আক্রান্ত শিশুর যাবতীয় চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে নারায়না হৃদয়ালয়ের কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই ও গুয়াহাটি ইউনিটে।
শনাক্ত হওয়া ব্লাড ক্যান্সার বা রক্তজনিত জটিল থ্যালাসেমিয়া রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনও করা হবে। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের স্নেহস্পর্শ স্কিমের অধীনে জটিল এই রোগের চিকিৎসার জন্য অঞ্চলভিত্তিক এই শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে।
শিবিরে বরাক উপত্যকার তিন জেলার আক্রান্ত শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তবে এক্ষেত্রে যোগ্য রোগীদের তাদের নিজ নিজ জেলার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (স্বাস্থ্য খন্ড) নিয়োজিত আরবিএসকের সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মীদের সঙ্গে যোগাযোগ করে রেফারেল কার্ড সংগ্রহ করে নাম পঞ্জীয়ন করতে হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের আরবিএসকের অধীনে সেদিন নিজ নিজ স্বাস্থ্যখন্ড থেকে অভিভাবক সহ রোগীদের সরকারি খরচায় গাড়ি ভাড়া করে নিয়ে আসা হবে। বিশদ জানতে বিভাগীয় কাছাড় জেলা সংযোজক ইকবাল বাহার লস্করের সঙ্গে (ফোন: ৭০০২৬৭১২৮৭) যোগাযোগ করা যেতে পারে বলে বিভাগীয় বিবৃতিতে জানানো হয়েছে৷