Barak UpdatesHappeningsAnalytics
মুম্বইয়ে সম্মানিত বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ এইচকে চৌধুরী
ওয়েটুবরাক, ৩ ডিসেম্বরঃ চক্ষু চিকিতসা ও অধ্যাপনার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক এইচকে চৌধুরীকে সম্মানিত করেছে বোম্বে অপথালমোলজিসট অ্যাসোসিয়েশন । গত ৩০ নভেম্বর মুম্বইয়ের দ্য ওয়েস্ট ইন, পোয়াই লেকে অনুষ্ঠিত কনফারেন্সে ডা. চৌধুরীর হাতে এই সম্মাননাটি ়তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি উপস্থিত ছিলেন চেন্নাই আগরওয়াল আই ইনস্টিটিউটের ডিরেক্টর অমর আগরওয়াল ও সংস্থার উপদেষ্টা পদ্মশ্রী ডা. টিপি লাহানে। মুম্বই থেকে এমন মর্যাদাসম্পন্ন পুরস্কার পাওয়ায় উত্তর-পূর্ব ভারতের চিকিৎসক সমাজের অনেকে ডা. চৌধুরীকে অভিনন্দন জানান।