Barak UpdatesHappeningsCultureBreaking News
মিস্টার অ্যান্ড মিস্ ক্যালেন্ডার শিরোপা অনির্বাণ, অঞ্জলির
ওয়েটুবরাক, ১০ মার্চ: জম-জমাট ভাবেই সম্পন্ন হল মিস্টার অ্যান্ড মিস্ ক্যালেন্ডার-২০২১ ও মাস্টার হিরো অ্যান্ড মিস ডিভা জুনিয়র। প্রতীক্ষা ফ্যাশন স্টুডিও অ্যান্ড পোর্টফোলিও এজেন্সির আয়োজনে গত ২৭ ফেব্রুয়ারি শিলচর বঙ্গভবনে বসে পেশাদারি ও প্রতিযোগিতামূলক এই আসর। উত্তর-পূর্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা এতে অংশ নেন। প্রতীক্ষার ডিরেক্টর পিনাক মহন্তের উদ্যোগেই গত তিন বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। এবার ছিল চতুর্থ সংস্করণ।
প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের সূচনা কয়েক সপ্তাহ আগে থেকে গ্রুমিঙের মাধ্যমে হলেও, ২৭ ফেব্রুয়ারির সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হয় শিলচর বঙ্গভবনে। প্রদীপ প্রজ্জলন করেন এজেন্সির চেয়ারম্যান নির্মল কুমার মহন্ত। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের জোনাল চেয়ারম্যান সব্যসাচী রুদ্র গুপ্ত, ফ্যাশন স্টাইলিস্ট ভাস্কর শইকিয়া, ফ্যাশন ডিজাইনার মাধুরী গুপ্তা, নেক্সা শিলচর শাখার জেনারেল ম্যানেজার বিপ্লব দে, বিরাট হিন্দু পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাস, সুমনা দাস, মেঘমালা দে মহন্ত, শিখা আচার্য, শুভাশিষ চন্দ, শরদিন্দু ভট্টাচার্য, শুভ্রাংশু নাথ মজুমদার ও পিনাক মহন্ত। বক্তব্য রাখেন ভাস্কর শইকিয়া, পিনাক মহন্ত এবং সব্যসাচী রুদ্রগুপ্ত।
এর আগে উদ্বোধনী নৃত্য বিষ্ণুবন্দনা পরিবেশন করেন নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। সম্মানিত নৃত্যগুরু শুভ্রাংশু নাথ মজুমদারের পরিচালনায় এতে অংশ নেয় পায়েল দেব, সপ্তপর্ণা চক্রবর্তী ও দেবাঞ্জন দে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের শুরুতে মিস্টার গ্রুপের ওয়াক হয় এবং এরপর হয় মিস গ্রুপের ওয়াক। সাথে এদের স্ব-পরিচয় পর্বও সেরে নেওয়া হয়।
মিস্টার ও মিস গ্রুপের প্রতিযোগিতায় মঞ্চ সঞ্চালনা করেন দেবস্মিতা বিশ্বাস ও মধুমিতা শাহ। এরপর শুরু হয় জুনিয়র অর্থাৎ মাস্টার হিরো ও মিস ডিভা গ্রুপের ওয়াক ও স্ব-পরিচয় পর্ব।
এই গ্রুপে সঞ্চালনার দায়িত্ব পালন করতে মঞ্চে আসেন দুই খুদে শিল্পী প্রতীক্ষা মহন্ত ও অঞ্চিতা দাস। মাইক্রোফোন হাতে মঞ্চ সঞ্চালনায় এদের পেশাদারি মনোভাব দর্শকদের অবাক করে দেয়। এই গ্রুপের খুদে প্রতিযোগীরাও কোনভাবেই কম ছিলেন না। শিশুসুলভ আচরণের মাধ্যমে তাঁরা আসরকে মাতিয়ে তোলেন। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন ভাস্কর শইকিয়া, মাধুরী গুপ্তা, সব্যসাচী রুদ্রগুপ্ত ও বিপ্লব দে। মিস্টার ও মিস ক্যলেন্ডার প্রতিযোগীদের জন্য গ্রুমার হিসেবে ছিলেন চন্দন চুতীয়া, সঙ্গীতা দেব ও আদিত্য দে।মাস্টার হিরো ও মিস দিবা গ্রুপের জন্য গ্রুমার হিসেবে ছিলেন সঙ্গীতা দাস। প্রতিযোগীদের ওয়াক ও স্ব-পরিচয় পর্বের পর মিস্টার অ্যান্ড মিস ক্যালেন্ডার ২০২১-এর উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মিস্টার অ্যান্ড মিস ক্যালেন্ডার ২০২১-এর আনুষ্ঠানিক লঞ্চ করা হয়। গত তিন বছরের বিজয়ীরা স্পেশাল ওয়াক করেন। প্রতিযোগিতায় মিস্টার ক্যালেন্ডার বিভাগে বিজয়ীর শিরোপা লাভ করেন অনির্বাণ ভট্টাচার্য, ফাস্ট রানার্স-আপ রাহুল দেব ও দ্বিতীয় রানার্স-আপ জুয়েল বড়ভূঁইয়া। মিস ক্যালেন্ডার বিভাগে বিজয়ীর শিরোপা লাভ করেন অঞ্জলি দাস, ফাস্ট রানার্স-আপ অগ্নিবীণা দত্ত পুরকায়স্থ, দ্বিতীয় রানার্স-আপ যুগ্মভাবে লাভ করেন কোয়েল নাগ ও নবরূপা রায়। জুনিয়রদের প্রতিযোগিতায় মাস্টার হিরো গ্রুপে বিজয়ী হয় আরশোজি পাল, ফাস্ট রানার্স-আপ সমীরণ পাল, দ্বিতীয় রানার্স-আপ সমীর বাজাজ। মিস দিবা গ্রুপে বিজয়ীর শিরোপা শ্রীরূপমঞ্জুরী দাস, ফাস্ট রানার্স-আপ লিলি রংমাই ও দ্বিতীয় রানার্স-আপ হয় দেবাংশী পাল। অনুষ্ঠানে কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন চিরঞ্জিৎ কর, তনু কর, জয়দীপ সাহা, রেবিলা লাপাসাং, শুভ রায়েন, জয়দীপ ঘোষ, রাজবীর দাস, প্রদ্যুষ চৌধুরী প্রমুখ।