Barak UpdatesHappeningsSportsBreaking News
মাতৃভূমি ফুটবলের শেষ আটে রাজনগর
ওয়েটুবরাক, ২৪ আগস্টঃ কোয়ার্টার ফাইনালে পৌঁছলো রাজনগর এফসি। মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষ খুলিছড়া এফসি দলকে ৩-০ গোলের ব্যবধানে হারায় তারা । বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে ধলাইর বিএনএমপি এইচ এস স্কুলের খেলার মাঠে আয়োজিত এদিনের খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় রাজনগর। খেলার ৩৩ মিনিটে গোল করেন সাইন । প্রথমার্ধের খেলায় এগিয়ে থাকা রাজনগর এফসি দ্বিতীয়ার্ধের খেলায় তেলে বেগুনে জ্বলে ওঠে এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে। খেলার ১৮ ও ২৪ মিনিটে রাজনগর দলের হয়ে গোল করেন ডাকের ও ক্রিমনাং। দ্বিতীয়ার্ধের খেলায়ও কোন গোল করতে পারেনি খুলিছড়া । ৩-০ গোলে জিতে ময়দান ছাড়ে রাজনগর এফসি, প্রতিযোগিতা থেকে বিদায় নেয় খুলিছড়া।
উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর । সহযোগী ছিলেন প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া । এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন কাই। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসাবে শৈলেন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রফি তুলে দেন বিশিষ্ট অতিথি ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এসডিএমও ডাঃ দিলীপ কুমার পাল। বৃহস্পতিবার দ্বিতীয় রাউণ্ডের অষ্টম খেলায় কালাখাল এফসি এবং কর্কট এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ জানিয়েছেন।