NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মাওবাদী সন্দেহে মধুরার যুবককে এনআইএ-র জেরা
ওয়েটুবরাক, ৪ এপ্রিলঃ রবিবার চার জেলার সতেরো জায়গায় তল্লাশি চালাতে গিয়ে এনআইএ হানা দিয়েছিল উধারবন্দের মধুরা সুকাছড়া এলাকাতেও। মনোজ ওরাংয়ের ঘরে তল্লাশি চালানো হয়েছিল। সোমবার সকাল হতেই পুলিশকে দিয়ে মনোজকে উধারবন্দ থানায় ডেকে পাঠানো হয়। বেশ কিছু সময় ধরে জেরা চলে।
পরে অবশ্য তদন্তে সহযোগিতার শর্তে তাকে যেতে দেওয়া হয়। তবে বাজেয়াপ্ত করা হয়েছে মনোজের মোবাইল সেটটি। রবিবারও একইভাবে সোনাখিরা চা বাগানের শ্রমিক দম্পতি রাজু ওরাং ও পিংকি ওরাংকে পাথারকান্দি থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। পরে তাদের বাড়ি যেতে দেয়।
বেরিয়ে এসে মনোজ জানান, তাঁর বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে আকাশ ওরাং নামে এক পরিচিত যুবককে আমন্ত্রণ করেছিলেন। আকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন এক প্রবীণ ব্যক্তিকে। তখন তিনি তাঁর নামও জানার চেষ্টা করেননি।
গত মাসে এরা ধরার পরে মনোজ জানতে পারেন, আকাশ একজন মাওবাদী ক্যাডার। আর ওই প্রবীণ ব্যক্তিই হলেন অরুণকুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চনদা। মনোজের কথায়, আকাশের সঙ্গে অনেক আগে থেকে তাঁর পরিচিত। তবে কোনও দিন মাওবাদ নিয়ে কথা বলেননি তাঁর সঙ্গে। এমনকী বিয়ের অনুষ্ঠানের রাতে এরা তাঁদের বাড়িতে রাত কাটালেও ওইসব ব্যাপারে কেউ মুখ খোলেননি।