NE UpdatesBarak UpdatesHappenings
মঙ্গলবার থেকে আগরতলার ট্রেন, টিকিট শুধুই রিজার্ভেশন
স্টেশনে পৌঁছাতে হবে দেড় ঘণ্টা আগে
৩০ নভেম্বরঃ ১ ডিসেম্বর মঙ্গলবার থেকে চালু হচ্ছে শিলচর ও আগরতলার মধ্যে রেল যোগাযোগ। প্রথমদিন শুধু শিলচর-আগরতলা এবং ২ ডিসেম্বর বুধবার থেকে চলবে আগরতলা-শিলচর ট্রেনও৷ প্রতিদিন সকাল সাড়ে ৮টায় শিলচর থেকে (০৫৬৬৪) এবং সকাল ১১টা ১০মিনিটে আগরতলা থেকে (০৫৬৬৩) ট্রেন ছাড়বে। পুরো ট্রেন রিজার্ভেশন। কোনও সাধারণ টিকিটের ব্যবস্থা নেই। ফলে আগের মত ট্রেন ছাড়ার আগে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দৌড়ে ট্রেনে উঠে যাওয়ার সুযোগ নেই।
শিলচর রেলস্টেশন সূ্ত্রে জানা গিয়েছে, ট্রেন ছাড়বে পুরো কোভিড বিধি মেনে। তাই যাত্রীদের ট্রেন ছাড়ার অন্তত দেড়ঘণ্টা আগে টিকিট সহ স্টেশনে যেতে বলা হয়েছে।
এই বিশেষ ট্রেন শিলচর ও আগরতলা দুই স্টেশনের মধ্যে বদরপুর, করিমগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট ও জিরানিয়ায় থামবে।