Barak Updates
বড়জালেঙ্গায় পূজার ৫০ বছর পূর্তি, দুস্থদের বস্ত্র বিতরণ
১৬ অক্টোবর: কাছার জেলার বড়জালেঙ্গা উন্নয়ন খন্ডের অধীনে বড়জালেঙ্গা সর্বজনীন দুর্গাপূজার এ বার পঞ্চাশ বছর পূর্তি। এ উপলক্ষে মহাসপ্তমীতে পূজার্চনার পাশাপাশি চলে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানও । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ্ সহ এলাকার বহু বিশিষ্টজন। অনুষ্ঠানের প্রধান অঙ্গ ছিল ৫০ দুস্থকে ডেকে বস্ত্র প্রদান। মন্ত্রী শুক্লবৈদ্যর হাত দিয়েই তাঁদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। কবীন্দ্রবাবু এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বড়জালেঙ্গা পাইওনিয়ার সঙ্ঘের ২০ বছরের পূজা মন্ডপও পরিমলবাবুই উদ্বোধন করেন। সেখানেও কবীন্দ্রবাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।