Barak UpdatesHappeningsBreaking News
ভোট গণনার দিনে করিমগঞ্জ শহরে অটো, ই-রিকশা চলাচলেও নিষেধাজ্ঞা
April 27, 2021
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : ভোটগণনা উপলক্ষে আগামী ১ মে মধ্যরাত্রি থেকে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত করিমগঞ্জ জেলায় যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ বেশকিছু নির্দেশিকা জারি করেছে । নির্দেশে বলা হয়েছে, সে সময় সব ধরনের ই-রিকশা, অটোরিকশা সহ হালকা, মাঝারি ও ভারি ট্রাক করিমগঞ্জ শহরের ভেতরে চলাচল করতে পারবে না । করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে স্টেশন রোড দিয়ে ছন্তর বাজার পুলিশ পয়েন্ট পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে । শিলচর রোড ও পাথারকান্দি রোড থেকে আসা হালকা যাত্রীবাহী যান এওসি পয়েন্ট থেকে সুভাষনগর রোড দিয়ে হাসপাতাল রোড, থানা রোড হয়ে চলাচল করতে পারবে । সেটেলমেন্ট রোড, লঙ্গাই রোড, সুভাষ নগর রোড, বনমালী রোড, লক্ষীবাজার রোড দিয়ে আসা হালকা যাত্রীবাহী যান ছন্তর বাজার পুলিশ পয়েন্ট দিয়ে রায়পট্টি, মসজিদ রোড, চরবাজার হয়ে বিপিনপাল রোড, ঘটলাইন হয়ে চলাচল করতে পারবে ।
প্রত্যেক জন প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা নিজ নিজ গাড়ি পয়েন্টের পাশে থাকা শিলচর রোড ও পাথারকান্দি রোডের পাশে পার্কিং করতে হবে । সুভাষনগর রোড ওয়ান ওয়ে থাকবে অর্থাৎ বনমালী রোডে থাকা টেলিফোন এক্সচেঞ্জ-এর সম্মুখ দিয়ে কোনও ধরনের গাড়ি সুভাষনগর রোড অভিমুখে যেতে পারবে না । ঘাটলাইন থেকে বিপিনপাল রোড দিয়ে কোনও ধরনের গাড়ি প্রবেশ করতে পারবে না অর্থাৎ ওয়ানওয়ে থাকবে । জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, প্রয়োজন সাপেক্ষে উপরোক্ত নির্দেশাবলী পরিবর্তন করা হবে ।