Barak UpdatesHappeningsBreaking News

কালাইন দুর্ঘটনা: ৬ ঘণ্টা পরে উঠল অবরোধ

২ ডিসেম্বর: দুর্ঘটনায় ৫ কলেজছাত্রের মৃত্যুর পরই হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসেন৷ শুরু হয় পথ অবরোধ৷ স্থানীয় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়৷ বিধায়ক অমরচাঁদ জৈন ঘটনাস্থলে গেলে পরিস্থিতি বিগড়ে যায়৷ পরে অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপিপি এবং অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন৷ তাঁরা জানান, শীঘ্র মৃতদের পরিবারে সরকারি ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে৷

ঘন ঘন দুর্ঘটনার প্রেক্ষিতে শুক্রবার শিলচরে জেলাশাসকের কনফারেন্স হলে বৈঠক ডাকা হয়েছে৷ সংশ্লিষ্ট সকল বিভাগীয় কর্তাদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে৷ জেলাশাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার বিএল মিনা বৈঠকে উপস্থিত থাকবেন৷ এইসব কথাবার্তার প্রেক্ষিতে রাত সাড়ে সাতটায় অবরোধ প্রত্যাহৃত হয়৷ পুলিশ জানিয়েছে,  মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে৷

Also Read: কালাইন দুর্ঘটনায় নিহতরা সবাই বিএসসি প্রথম বর্ষের ছাত্র…..All 5 killed in accident at Kalain are B.Sc 1st Sem students of NC College, Badarpur

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker